গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উত্তরবঙ্গ ৭টি জেলার বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সৃষ্টি প্রকল্পের আওতায় আজ (মঙ্গলবার) দিন ব্যাপী এক কর্মশালায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম সচিব মো: আবুল ফয়েজ মো: আলাউদ্দিন খান। জেলা প্রশাসক মো: আবদুল মতিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ প্রকল্প পরিচালক মো: আব্দুর রেজ্জাক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: তোফায়েল হোসেন খান, সহকারি পরিচালক মো: আবুল বাসার সহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা গণ।
যুগ্ম সচিব আলাউদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশের প্রতিটি মানুষ উন্নত জীবন যাপন করবে। প্রতিটি পরিবার হবে স্বাবলম্বী। প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। প্রশিক্ষিত প্রতিটি যুব ও যুব মহিলাদের ট্রেড ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আরও প্রত্যন্ত অঞ্চলে সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হওয়ায় গ্রাম এখন শহরে পরিনত হয়েছে।