আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পৌরসভা নির্বাচন নিয়ে বলেন, অতীতে যারা দলের নির্দেশ অমান্য করে প্রাথী হয়েছেন বা বিরোধী প্রার্থী হয়ে জয়ী বা পরাজয় করেছেন, তাদের কাউকে এ বার মনোনয়ন দেওয়া হবে না, এমনি নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা।
দলের এমন নির্দেশনা দেওয়ায় তোপের মুখে পড়েছে বিদ্রোহী প্রাথীদের সহযোগীরা।
আর এর প্রভাব পড়েছে লালমনিরহাট পৌরসভা নির্বাচনে , সরেজমিনে গিয়ে জানা যায় ,
গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রত্যাশিত মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সুজন স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস মার্কা নিয়ে নির্বাচনে জয় লাভ করেন।
আর সে সময় রেজাউল করিম স্বপন ও মোফাজ্জল হোসেন বিদ্রোহী প্রার্থীকে সহযোগিতা করে নির্বাচনী কাজ করেন, তিনি দলের নির্দেশ অমান্য করে নৌকা মার্কার বিপক্ষে কাজ করে ছিলেন ।
শুধু তাই নয় জয়ী প্রাথীকে নিয়ে শহরে বিভিন্ন এলাকায় বিজয় মিছিলে রেজাউল করিম স্বপন ও মোফাজ্জল হোসেনকে দেখা যায়। যা সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।
সাম্প্রতিক রেজাউল করিম স্বপন ও মোফাজ্জল হোসেন বিজয় মিছিলে ফুলের মালা গলায় পরে মিছিল করছেন এমনি ছবি সোশ্যাল মিডিয়াতে লালমনিরহাটবাসী স্ট্যাটাস দিয়েছেন।
তবে প্রশ্ন এখন যারা দলের নির্দেশ অমান্য করে বিরোধী প্রাথীর নির্বাচনে সহযোগিতা করেছেন তাদের ক্ষেত্রে কি সিধান্ত নিবে দল ?
এমনি নানা প্রশ্নের মুখে আনাগোনা চলেছে লালমনিরহাট পৌরবাসীর সাধারণ মানুষের মুখে ।