বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতি বছর পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এবারও বিশ্ব ইজতেমা মাঠে আজ শুক্রবার শুরু হচ্ছে জোড় ইজতেমা। করোনার কারণে এবারের কার্যক্রম শুক্র ও শনিবার দুই দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম জানান, বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর পাশে টিনশেডে এ বছরের জোড় ইজতেমা শুরু হচ্ছে। তিন চিল্লার সাথিদের নিয়ে ইজতেমা ময়দানে পরামর্শ সভা আয়োজনের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে ২৪ ঘণ্টা সময় পেয়েছেন তারা। সে হিসাবে শনিবার সকাল ১০টায় শেষ হবে সংক্ষিপ্ত এ জোড় ইজতেমা।
তিনি আরও জানান, এবারের জোড় ইজতেমায় তাবলিগের ঢাকা জেলার আড়াই হাজার, গাজীপুরের সাতশ, টাঙ্গাইলের চারশ ও মানিকগঞ্জের চারশ মুসল্লিসহ চার হাজার চিল্লার সাথি অংশ নিতে পারবেন।