জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইউনেসকো। সংস্থাটির নির্বাহী বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (১১ ডিসেম্বর) ইউনেসকোর নির্বাহী পরিষদের (৫৮ সদস্যবিশিষ্ট) ২১০তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রস্তাবিত এ আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ইউনেসকো নির্বাহী পরিষদের সভাপতি আগাপিতো মুকেইয়ের সভাপতিত্বে অধিবেশনে উপস্থিত ছিলেন ইউনেসকোর মহাপরিচালক অড্রি এ্যাজুলে। আন্তর্জাতিক এই পুরস্কারের প্রাইজমানির মূল্য ধরা হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার এবং প্রতি দুই বছর অন্তর এটি দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় পুরস্কারটি প্রবর্তনে ইউনেসকোর সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া ইউনেসকোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই প্রক্রিয়াটির সঙ্গে কাজ করেছে।
পুরস্কার প্রবর্তন প্রক্রিয়ার প্রতিটি ধাপে যুক্ত ছিল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এ প্রথম জাতিসংঘের কোনো অঙ্গসংস্থা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করেছে।
উল্লেখ্য, ইউনেসকো অধিক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এখন পর্যন্ত ২৩টি ইউনেসকো আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তিত হয়েছে।
ইউনেসকো এর অধিক্ষেত্র যেমন শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, বাক-স্বাধীনতা প্রভৃতি ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান ও বাংলাদেশ সরকারের ইউনেসকো এর প্রতি অঙ্গীকারের কথা বিবেচনায় নিয়ে ইউনেসকো বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তনে সম্মতি প্রদান করে। এ পুরস্কার সৃজনশীল অর্থনীতিতে যুবসমাজের উন্নয়নে সংস্কৃতিকর্মী, প্রতিষ্ঠান বা সংস্থা কর্তৃক গৃহীত ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বীকৃতি দেবে।