রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে বিআরটিএ অফিসে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত দালালরা হলেন, (১) মোঃ আব্দুল রশিদ (৩৩) পিতা- মোঃ জয়নাল আবেদীন গ্রামঃ কামাল কাছনা, থানাঃ হারাগাছ (২) মোঃ দেলোয়ার হোসেন (৫২), পিতা- মৃত সমশের আলী গ্রামঃ কাছনা, থানাঃ- হারাগাছ (৩) মোঃ রেজাউল করিম রাজু (৫০), পিতা- মৃতঃ মেনাজ উদ্দিন, গ্রামঃ- কেরানী পাড়া, থানাঃ- মেট্রো কোতোয়ালি (৪) মোঃ আল-আমিন হোসেন (৩১),
পিতা- মৃতঃ- আমজাদ হোসেন, গ্রামঃ- মেডিকেল পূর্ব গেট, থানাঃ- মেট্রো কোতোয়ালি (৫) মোঃ লিটন সরকার (৪০), পিতা- মৃতঃ- তমিজ উদ্দিন সরকার, গ্রামঃ- কেরানীপাড়া, থানাঃ- মেট্রো কোতোয়ালি (৬) মোঃ হুমায়ুন কবির (৩৮), পিতা- মোঃ- আবু হানিফ মিয়া, গ্রামঃ- কামার পাড়া, থানাঃ- মেট্রো কোতোয়ালি গ্রেফতারকৃত সবাইরে জেলা রংপুর।
বিআরটিএ অফিসে এই দালালরা দীর্ঘ দিন থেকে নিয়োগ ছাড়াই চাকুরী করে আসছেন। তাদের অফিসে বসার জন্য চেয়ার টেবিল এর ব্যবস্থা রয়েছে। তারা গ্রাহকদের কে মাসের পর মাস ঘুড়িয়ে গ্রাহকদের কে নিজেদের আয়ত্তে এনে দালালির মাধ্যমে নিদিষ্ট মূল্যের টাকার পরিমানের চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে মোটরসাইকেল এর নাম্বার প্লেট ও ড্রাইভিং লাইসেন্স এর কাজ করতেন।
এবিষয় নিশ্চিত করে উপ পুলিশ কমিশনার (অপরাধ) উত্তম প্রসাদ পাঠক বলেন, এই দালাল চক্র টি দীর্ঘ দিন থেকে গ্রাহকদের কাছ থেকে দালালী করে আসছে। আমরা তাদেরকে ধরার জন্য অনেক দিন থেকে চেষ্টা করছি। আজকে এই দালাল চক্রটিকে ধরতে সক্ষম হয়েছি।##