আজ বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। বর্ধিত সভায় বক্তব্য রাখবেন বাবু অসীম কুমার উকিল এমপি, শফিউল আলম নাদেল, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি,
প্রতিমন্ত্রী আলহাজ্ব খালিদ বাবু এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু,বিশিষ্ট শিল্পপতি আমিনুল হক শামীম সিআইপি।
সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা। বর্ধিত সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।