কাল রোববার সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে দাফন করা হবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে। তার আগে সেখানেই তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া দুপুরে প্রথম আলোকে এটি নিশ্চিত করেছেন।এরপর বেলা একটার দিকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় হাসপাতালের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, কাল সাড়ে ১০টায় বনানী জামে মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমকে দাফন করা হবে।