২৭ নভেম্বর ২০২০ খ্রিঃ
শোকবার্তা
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, আলী যাকের আজ ২৭ নভেম্বর ২০২০ ইং তারিখ ভোর ০৬ঃ০০ টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি ক্যান্সারে ভূগছিলেন এবং করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। মুক্তিযুদ্ধ যাদুঘর প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি মুক্তিযুদ্ধ যাদুঘরের অন্যতম ট্রাস্টি। তাঁর অবদান প্রজন্ম শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। ১৯৪৪ সালে চট্রগ্রামে জন্ম নেয়া দেশের এই বরেন্য ব্যক্তিত্ব শিল্পকলায় অবদানের জন্য একুশে পদকে ভূষিত হন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হলো।