1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

তারাগঞ্জে স্কুলছাত্রের প্রতিভাবান মিষ্টিভাষী ধর্মতথ্য আলোচনা

  • সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ২৫৩


গতকাল ২৬ নভেম্বর বৃহস্পতিবার ছিলো হিন্দু ধর্মাবলম্বীদের জাগরণ একাদশী ব্রত (উথ্যান একাদশী)। তাই ভক্তদের রয়েছে পূর্ণ কর্মে বিশ্বাসে নানা আয়োজন। ধর্ম তথ্য নিয়ে আলোচনা,কৃষ্ণ নাম কৃর্তন। ভক্তরা আজকের এই দিনটিতে উপবাসচিত্তে রাতভর কৃষ্ণ নাম কৃর্তন আরাধনা শ্রবণ ও দর্শনে ভক্তিবলে মুক্তির পথ হিসেবে বিশ্বাস করেন।

তারই ভক্তিতে রংপুর জেলা তারাগঞ্জ উপজেলার সয়ার পূর্ব কাংলাচড়া বানিয়াপাড়া গ্রামে তারাগঞ্জ ইস্কন ভক্ত শ্রী স্বপন চন্দ্র রায়ের প্রচেষ্টায় কাংলাচড়ার সকল ভক্তদের সহযোগীতায় আজ ধর্মপূর্ণ পরিবেশে সভা সংকীর্তনে মিলিত হয়েছেন ভক্তরা। ধর্ম তথ্য আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা ইস্কন মন্দিরের সংকীর্তন ইনচার্স প্রভূ-সদাশ্রায় চৈতন্য দাস, প্রভূ- ভক্তি রত্ন দাস, এবং তারাগঞ্জ উপজেলার সয়ার পূর্ব কাংলাচড়া (বানিয়াপাড়া)


গ্রামের শ্রী ধনেশ্বর চন্দ্রের ছেলে তারাগঞ্জ কূর্শা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্র প্রতিভাবান মিষ্টিভাষী ধর্ম তথ্য আলোচক প্রভূ-স্বপন চন্দ্র রায় (১৬) সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪