রংপুর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের ছবি তুলতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপারসন লিমন রহমানের উপর পুলিশি হামলার প্রতিবাদে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইতিবাচক খবর বর্জনের ডাক দিয়েছে রংপুরের সাংবাদিক সমাজ।
বৃহস্পতিবার দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।এ দিকে সংবাদ বর্জনের পাশাপাশি তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে টিসিএ ।
সংবাদ সম্মেলনে ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার ও একটি লিখিত বক্তব্যে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ এর ঘোষণা দেন টিসিএ রংপুরের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন আহসানুল হক সুমন।
এসময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু,রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভির রংপুর প্রতিনিধি রফিক সরকার,
এটিএন নিউজ ও এটিএন বাংলার রংপুর অফিস প্রধান মাহবুবুল ইসলাম, একুশে টিভি বাংলা ট্রিবিউনের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল,রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট সরকার মাজহারুল মান্নান
,রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১ টিভির রংপুর প্রতিনিধি শাহ বায়জীদ আহমেদ,টিসিএর সভাপতি শাহ নেওয়াজ জনি,
সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন সহ নেতৃবৃন্দ,বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, রংপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আদর রহমান সহ রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।