বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন পার্বত্য জেলা খাগড়াছড়ির মেয়ে খুকি চাকমা। সে জেলা সদরের আঁখবাড়ি এলাকার পিতা শুভংকর চাকমার ও মাতা সুনীলা চাকমার মেয়ে। চার ভাই বোনের মধ্যে খুকি তৃতীয়। রাঙ্গামাটি সরকারি কলেজের বিএসসি ১ম বর্ষের ছাত্রী খুশি চাকমা একসময় খাগড়াছড়ি জেলায় মেয়েদের অনুর্ধ্ব-১৪ দলের নিয়মিত খেলোয়ার ছিলো। সে অনুর্ধ্ব-১৪ দলের হয়ে বিভিন্ন জেলাতে খাগড়াছড়ি জেলার প্রতিনিধিত্ব করেছে।
২০১৪ সালে জাতীয় দলে খেলার সুযোগ পেলেও পড়াশুনার কারনে পরিবার থেকে নিষেধ করায় যেতে পারেনি। ২০২০ সালে ডিএফএ সভাপতি অনুপ কুমার চাকমা এবং সাধারণ সম্পাদক ও জাতীয় কোচ তুহিন কুমার দের সহযোগিতায় রেফারি হিসেবে অংশগ্রহণ করে এএফসি সি সার্টিফিকেট ট্রেনিং নেওয়ার পর শুরু হয় তার পেশাদার রেফারি হিসেবে পথচলা। বর্তমানে সে বাংলাদেশের বিভিন্ন জেলায় মেয়েদের ফুটবল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছে। এখন পর্যন্ত সে খাগড়াছড়ি জেলার প্রথম মহিলা রেফারি এবং প্রথম মহিলা ফুটবল কোচ। এছাড়া খাগড়াছড়ি ফুটবল একাডেমির মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবেও দায়িত্ব পালন করছে।
খুশি চাকমা বলেন, খাগড়াছড়ির মত একটি এলাকা থেকে আমার মত সাধারণ পরিবারের এক পাহাড়ি মেয়ের এতদূর উঠে আসার রাস্তা সহজ ছিলোনা। চলার পথে অনেক বাঁধা বিপত্তি ছিলো তারপরও নিজের উপর বিশ্বাস ছিলো বিধায় এপর্যায়ে আসতে পেরেছি। সকলের দোয়া পেলে ভবিষ্যতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চাই।