বিভিন্ন কর্মসূর্চীর মধ্যে দিয়ে পাবনায় আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিনভর কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ৭ টা ১০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এরপর যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। পবিত্র কোরআনখানি খতম,
সকাল ৯ টায় অনুষ্ঠিত হয় বৃক্ষ রোপণ কর্মসূচি। ৯ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল।
দুপুররে শহরে জিল্লুর রহমান এতিমখানায় শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয় ।
পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ও সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলী সাদিক কর্মসূচি সফল ভাবে সম্পন্ন করায় পাবনা জেলা যুবলীগের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ শাকিরুল ইসলাম রনি,সদস্য ফাহিমুল কবীর শান্ত,শেখ লালু,
আব্দুল্লাহ আল মামুন বাবু,শাহিনুর রহমান পলাশ,ওসমান গণি,ফজলে শাহরিয়ার বিপু,নাসির উদ্দিন শুভ,আসিফ ইকবাল জনি,এইচ এম হিমেল,শাকিল খান,আজমল শেখ,একরাম হোসেন প্রমুখ সহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।