1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

তারাগঞ্জ মাদ্রাসা শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ

  • সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪০০


রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ৪নং হাড়িয়ারকুঠি ইউনিয়নে চিলাপাক প্রামাণিক পাড়ায় এক মহিলা কওমী মাদ্রাসার শিক্ষিকাকে পথরোধ করে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

গতকাল ৭ নভেম্বর শনিবার দুপুরে ঘটনাস্থল সরজমিনে করলে গ্রামবাসি এবং প্রতক্ষদর্শীরা বলেন- সকাল অানুমানিক ১০ টার সময় ৪ নং হাড়িয়ারকুঠি ইউনিয়নের চিলাপাক প্রামাণিক পাড়ার মোঃ একরামুল হোসেন প্রামাণিকের হেজাব পড়ুয়া মেয়ে বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নে এক মহিলা কওমী মাদ্রাসার শিক্ষিকা শাহিনা বানু (১৮) নানুর বাড়ি থেকে ফেরার পথে

একই ইউনিয়নের মৌলভীপাড়ার নুহু মিয়ার কলেজ পড়ুয়া ছেলে মোঃ অাশরাফুল ইসলাম (২৩)মেয়েটিককে পথরোধ করে তাঁর মুখের হেজাবটি সরিয়ে শ্লীলতাহানির চেষ্টা করলে মেয়েটি কৌশলে পালিয়ে অাসে।এসময় ছেলেটিকে ধরার চেষ্টা করলে পালিয়ে যায়। মেয়েটির বাবার কাছ থেকে এ ব্যপারে জানতে চাইলে তিনি বলেন-” অামি এবং অামার মেয়ে শশুর বাড়ি থেকে অাসছিলাম চিলাপাকহাটে একটু থামলে অামার মেয়েটি দোলা বরাবর একটি রাস্তা দিয়ে বাড়ি অাসছিলে।

এমন সময় রাস্তারধারে ধানক্ষেতে ঘাসকাটতে থাকা অাসরাফুল (২৩) নামে ছেলেটি অামার মেয়েটির সামনে গিয়ে জোড়পূর্বক তাঁর মুখের হেজাব খুলে শ্লীলতাহানি করতে থাকে কৌশলে মেয়েটি অামার বাড়িতে পালিয়ে অাসে।

অভিযুক্ত ছেলেটির পরিবারের কাছ থেকে এ ব্যপারে জানতে চাইলে তাঁরা বলেন-“অামাদের ছেলে এমন কাছ করতে পারেনা ছেলেটি খুবই ভদ্র এবং নম্র। এ ঘটনায় মেয়েটির বাবা মোঃ একরামুল হোসেন প্রামাণিক তারাগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে অামাদের জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪