শুক্রবার (৩০ অক্টোবর ) দিনগত রাতে উপজেলার চাড়াখালী এলাকায় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান সাইদ,(সভাপতি), ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
মাসুদ রানা,(যুগ্ম-সাধারণ সম্পাদক) বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ইন্দুরকানী উপজেলা শাখা।
মোঃ আহাদুল ইসলাম শিমুল, সাংবাদিক ও সফল সাধারণ সম্পাদক, ইন্দুরকানী প্রেস ক্লাব।
হাবিবুর রহমান রাজ,বিশিষ্ট্য সমাজ সেবক ও ক্রিড়ানুরাগী। লিমন আহম্মেদ, বিশিষ্ট্য সমাজসেবক ও ক্রিড়ানুরাগী।মিঠুন কুমার রাজ, সাংবাদিক ও সিনিয়র শিক্ষক, ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়।
মোঃ এনায়েত হোসেন সিকদার, বিশিষ্ট্য ক্রিডানুরাগী।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন মোঃ সোহাগ, বিশিষ্ট্য ক্রিড়ানুরাগী।
ঈগল চ্যাম্পিয়নকে ৪ উইকেটে পরাজিত করে ডেঞ্জার বুলস চ্যাম্পিয়ন হয়েছে। ১২ ওভারের নির্ধারিত খেলায় প্রথমে মাঠে নেমে দুই উইকেট হারিয়ে ঈগল চ্যাম্পিয়ন ৯৩ রান করে।
এরপর মাঠে নামে ডেঞ্জার বুলস।
শেষ ওভারে টার্গেট রান করে চার উইকেটে বিজয়ী হয় ডেঞ্জার বুলস। বিজয়ী দলের জাকির একাই ৫৩ রান করেন।
ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ডেঞ্জার বুলস এর জাকির।
ম্যাচ পরিচালনা করেছেন যারা তাদের দুজনের একই নাম মোঃ সোহেল।
খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক ওয়াসকুরনসহ স্থানীয় অন্যান্য নেতারা।
টুর্নামেন্ট কমিটির প্রধান মোঃইয়াছিন মোল্লা, মোঃইমরান হোসেন, মোঃমিরাজ খান,মোঃ জাকির খান,মোঃ তুহিনের সার্বিক আয়োজনে এই মিনি ক্রিকেট নাইট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়।