1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৫০ জনের প্রাণহানি ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়-প্রধান উপদেষ্ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই ডেসকো’র অংশীজন সভা অনুষ্ঠিত বিগত ৩ নির্বাচনে কারচুপির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কমিশন শাস্তির সুপারিশ করবে-বদিউল আলম সচিবালয়ে অগ্নিকাণ্ডে সরকারের বিব্রতকর অবস্থায় পড়া অস্বাভাবিক নয়-বিএনপি মহাসচিব ‘পিলখানা হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের দেশে ফেরাতে উদ্যোগ গ্রহণ করা হবে- এ এল এম ফজলুর রহমান সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন জাহাজে ৭ খুনের রহস্য উদঘাটন গণহত্যা ও সন্ত্রাসবাদের সাথে জড়িতদের বিএনপিতে নেয়া হবে না-বিএনপি মহাসচিব

WAVE Foundation এ এরিয়া সমন্বয়কারী পদে নিয়োগ

  • সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ২৩৯

জব কনটেক্সট

বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জাতীয় ও স্থানীয় পর্যায়ে স্থায়িত্বশীল জীবিকায়ন, গণতান্ত্রিক সুশাসন এবং সামাজিক উন্নয়ন ও জলবায়ু ঘাত-সহিষ্ণুতা ডোমেইন -এর অধীনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সংস্থার খুলনা বিভাগের খুলনা, যশোর, বাগেরহাট, কুষ্টিয়া ও মাগুরা জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, নাটোর জেলা সমূহে ক্ষুদ্রঋণ কর্মসূচী বাস্তবায়নের জন্য শুধুমাত্র খুলনা ও রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট জেলা সমুহে স্থায়ীভাবে বসবাসকারী আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট থেকে এরিয়া সমন্বয়কারী পদে দরখাস্ত আহ্বান করা হচ্ছে:

চাকরির দায়িত্বসমূহ

রিজিওনের আওতাভুক্ত ৫-৭টি শাখা অফিসের কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন, কাজের অগ্রগতি মনিটরিং এবং নিয়মতান্ত্রিকভাবে কাজের ধারা অব্যাহত রাখতে প্রয়োাজনীয সহযোগিতা করা এবং শাখা, এরিয়া, ও প্রধান কার্যালয়ের সাথে কার্যকর সমন্বয় করা।

বার্ষিক কর্ম পরিকল্পনা প্রস্তুতে ইউনিটের পরিকল্পনা মূল্যায়ন করে পরিকল্পনা চুড়ান্ত করা।

বাৎসরিক পরিকল্পনানুযায়ী ইউনিট পর্যায়ে কাজের বাস্তবায়ন নিশ্চিত করা।

বার্ষিক হিসাব সমাপনী ও নতুন বছর শুরুর কাজে ইউনিটকে প্রয়োজনীয় সহযোগীতা করা।

কর্মসূচী সম্প্রসারণের জন্য জরিপের মাধ্যমে নতুন এলাকা নির্বাচনপূর্বক সুপারিশ প্রদান করা।

ত্রৈমাসিক ভিত্তিতে অঞ্চলের সকল ইউনিটে কমপক্ষে একবার পরিদর্শনের ভিত্তিতে কর্মী সভা করা ও কর্মসূচীর পরিকল্পনা অনুযায়ী অর্জন ফলোআপ করা।

এরিয়া কেন্দ্রীক ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত ও বিশ্লেষণ করে কর্মপরিকল্পনা নির্ধারণ করা।

ত্রৈমাসিক ভিত্তিতে ইউনিটের ব্যাংকিং লেনদেন যাচাই ও সরেজমিনে ব্যাংক স্থিতি যাচাই করা।

কর্মসূচীর পরিচালনাগত নীতি পরিবর্তনের প্রয়োজন দেখা দিলে তা সুপারিশ করা।

মাসে কমপক্ষে দুই তৃতীয়াংশ সময মাঠ পর্যায়ে অবস্থান করে কর্মসূচীর অফিস ও মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে সমস্যা ও দূর্বলতা চিহ্নিতকরণ ও সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

ঝুঁকি বিশ্লেষনের মাধ্যমে ইউনিটে তাৎক্ষনিক পরিদর্শন ও ঝুঁকি মোকাবেলা করা।

এরিয়া ভিত্তিক কর্মী ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা।

এরিয়া সকল কর্মী/কর্মকর্তার দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োাজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

ইউনিট পর্যায়ে অর্থ ব্যবহারের পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রাখা।

প্রধান কার্যালয়ে ও পিকেএসএফ প্রদত্ত সকল চিঠিপত্র সম্পর্কে এরিয়া ও ইউনিট পর্যায়ে কাজের তদারকী ও প্রয়োজনীয় ফলোআপ দেওয়া।

প্রধান কার্যালয় কেন্দ্রীক MIS ও AIS-এর কাজের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের সাথে সমন্বয় সাধন এবং এরিয়া ও ইউনিট পর্যায়ে এ সংক্রান্ত প্রয়োজনীয় ফলোআপ দেওয়া।

এরিয়া কেন্দ্রিক ইউনিট সমূহের অডিট -এ প্রাপ্ত অসঙ্গতি সমূহের Compliance নিশ্চিত করা।

মাঠ পর্যায়ের প্রকৃত চাহিদা নিরুপন ও অন্যান্য প্রতিযোগীদের কার্যক্রম সম্পর্কে ধারনা নিয়ে কর্মসূচীর পলিসি উন্নয়নে সুপারিশ প্রদান করা।

বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সভা, সেমিনারে সংস্থার প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ, যোগাযোগ ও সমন্বয় করা।

কর্মসূচীর নীতিমালা অনুযায়ী সকল কার্যক্রম বাস্তবায়ন করা।

অধীনস্থদের বার্ষিক কর্ম মূল্যায়নে সুপারিশকারী হিসাবে দায়িত্ব পালন করা।

সংগঠন ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী সকল ক্ষেত্রে কর্ম-সংস্কৃতি গড়ে তোলা।

সংস্থার ব্যবস্থাপনা কতৃপক্ষ প্রদত্ত যে কোন দ্বাযয়িত্ব প্রদান করলে তা বাস্তবায়ন করা।

চাকরির ধরন

ফুল টাইম

কর্মক্ষেত্র

অফিসে

অভিজ্ঞতা

সর্বনিম্ন ৫ বছর

অভিজ্ঞতার ক্ষেত্র: Micro Finance

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ

বয়স সর্বোচ্চ ৪০ বছর

মটরসাইকেল চালনায় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

কর্মস্থল

কুষ্টিয়া, খুলনা, নাটোর, পাবনা, বাগেরহাট, মাগুরা, যশোর, রাজশাহী

বেতন

টাকা. ৩৫০০০ – ৪০০০০ (মাসিক )

চাকুরীর ৩ মাস পর্যবেক্ষণের প্রেক্ষিতে ৬ মাস পর কাজের ফলাফল মূল্যায়ন সাপেক্ষে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবীশকাল হ্রাস/বৃদ্ধি হতে পারে। চাকুরী স্থায়ীকরণের পর বর্ধিত বেতনসহ অন্যান্য সুবিধা (প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ ইত্যাদি) প্রদান করা হবে।

কোম্পানীর সুযোগ সুবিধাদি

উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )

উত্স

বিডিজবস.কম অনলাইন জব পোস্টিং

আবেদনের পূর্বে পড়ুন

নিয়োগকালীন শর্ত প্রযোয্য হবে। উল্লেখ্য যে, প্রার্থীদের ইন্টারভিউ কার্ড ও টিএ/ডিএ প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকেই পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে

রিজিউমি গ্রহণের উপায়

আবেদনের শেষ তারিখ:

১২ নভেম্বর ২০২০

প্রকাশ তারিখ

২৭ অক্টোবর ২০২০

কোম্পানির তথ্যাবলী

WAVE Foundation
২২/১৩ বি, ব্লক-বি, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭, বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪