করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্রিকেটের নিয়মে কিছু বদল আনার কথা ঘোষণা করলো আইসিসি। ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি যে প্রস্তাবগুলি দিয়েছিল, সেগুলি কার্যকর করছে আইসিসি। বলে থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক সিরিজ ঘরোয়া আম্পায়ারদের দিয়ে পরিচালনার ব্যাপারেও সবুজ সঙ্কেত দিয়েছে আইসিসি।
প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়ে দেয়, ‘টেস্ট ম্যাচে কোনও ক্রিকেটারের শরীরে যদি করোনা সংক্রমণ দেখা যায়, তা হলে তার পরিবর্ত নেওয়া যাবে।’
তবে এ ক্ষেত্রে ম্যাচ রেফারির অনুমোদন লাগবে বলে জানিয়েছে তারা। সঙ্গে আইসিসি এটাও জানিয়ে দিয়েছে, ‘টেস্টে এই নিয়ম চালু হলেও ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচে কোভিড পরিবর্তে নেওয়া যাবে না।’
করোনা পরবর্তী ক্রিকেটে যে পাঁচ পরিবর্তন আসছে….
কভিড-১৯ বদলি
কোনও খেলোয়াড় চোট পেলে এতদিন তার পরিবর্তে অন্য কাউকে মাঠে নামানো যেত। এবার করোনার উপসর্গ দেখা দিলেও সংশ্লিষ্ট ক্রিকেটারকে বদল করা যাবে। ম্যাচ রেফারি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এই নিয়ম শুধু টেস্ট ম্যাচেই প্রযোজ্য হবে। একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ম্যাচে এই নিয়ম কার্যকর হবে না।
বলে থুতু-লালার ব্যবহারে নিষেধাজ্ঞা
বলে থুতু লাগানো নিষিদ্ধ হবে। কারণ, থুতুর মাধ্যমে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। কোনও দল যদি নিষেধাজ্ঞা সত্ত্বেও বলে থুতু ব্যবহার করে, তাহলে প্রতি ইনিংসে দু’বার হুঁশিয়ারি দেওয়া হবে। ফের খেলা শুরু করার আগে বল পরিষ্কার করার নির্দেশ দেবেন আম্পায়াররা। দ্বিতীয়বার সতর্কিত হওয়ার পরেও যদি কোনও দল বলে থুতু ব্যবহার করে, তাহলে বিপক্ষ দল পেনাল্টি হিসেবে পাঁচ রান পাবে।
নিরপেক্ষ আম্পায়ারের বদলে স্থানীয় আম্পায়ারদের ব্যবহার
এতদিন আন্তর্জাতিক সিরিজে নিরপেক্ষ আম্পায়ার ব্যবহার করার নিয়ম চালু ছিল। তবে করোনা-পরবর্তী পরিস্থিতিতে সেই নিয়মেও বদল হচ্ছে। আইসিসি এলিট প্যানেল ও আইসিসি আন্তর্জাতিক প্যানেল থেকে আম্পায়ার, ম্যাচ রেফারি বেছে নেওয়া যাবে।
বাড়তি রিভিউ
প্রতি ইনিংসে দু’টি দলই অতিরিক্ত একটি অসফল ডিআরএস নিতে পারবে বলে জানিয়েছে আইসিসি। শৃঙ্খলাভঙ্গের অভিযোগের মীমাংসার ক্ষেত্রে ম্যাচ রেফারিকে সাহায্য করবে আইসিসি ক্রিকেট অপারেশনস টিম। এলিট প্যানেলের নিরপেক্ষ ম্যাচ রেফারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করবেন।
বাড়তি লোগো
টেস্ট ম্যাচে দলগুলোর জার্সিতে বাড়তি লোগো ব্যবহারের অনুমতি প্রদান করল আইসিসি। বুকের দিকে সর্বোচ্চ ৩২ বর্গইঞ্চি সাইজের লোগো ব্যবহার করতে পারবে দলগুলো। এর আগে শুধু সীমিত ওভারের জার্সিতে বুকে লোগো ব্যবহারের অনুমতি ছিল।