আজ হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষ দশমী।বগুড়ায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো ধর্মীও উৎসবটি।
বর্তমান করোনা মহামারীর কারনে এই বছর উৎসবে ছিলো কিছু সিমিত আচার। সামাজিক দুরত্ব বজায় নিশ্চিত করতে ছিলোনা কোন র্যালী বা শোভাযাত্রা।ধর্মীয় রীতি সিমিত আকারে পালন করলেও আনন্দ ও ভক্তির কম ছিলোনা হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে।
বগুড়ার উপজেলায় বিভিন্ন পূজা মন্ডবে ঘুরে দেখা যায় দশমী সকাল থেকে সকলের মাঝে সিদুর খেলার আমেজ। দুপুর গড়াতেই প্রস্তুতি মাকে বিদায় জানাতে, শঙ্খ ও উলু ধ্বনীতে মুখরিত মন্দির প্রাঙ্গণ। বগুড়ার করতোয়া নদীতে প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে ছিলো করা নিরাপত্তা। বগুড়া জেলা পুলিশ এর পাশাপাশি আনছার,নৌপুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা।