জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার তার বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তার শাস্তি দাবি করেছেন। এ ছাড়া ওই ছাত্রী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদকের দায়িত্বে আছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, এক শিক্ষার্থীর নামে ধর্ম নিয়ে কটূক্তি কথা জানতে পেরেছি। আগামী মঙ্গলবার এ বিষয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা, পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকায় তাকে ছাত্র অধিকার পরিষদ জবি শাখা দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছে।
শুক্রবার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে সংগঠন থেকে অব্যহতি দেওয়া হয়। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।