জব কনটেক্সট
এসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিডস – আরবান একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারি উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৪ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অধিকার রক্ষা ও দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ সনদপ্রাপ্ত ও পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচির (মাইক্রোক্রেডিট) জন্য উল্লেখিত পদে সংস্থার কর্মএলাকায় দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জরুরী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।
চাকরির দায়িত্বসমূহ
N/A
চাকরির ধরন
ফুল টাইম
অভিজ্ঞতা
সর্বনিম্ন ৩ বছর
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
বয়স সর্বোচ্চ ৩৫ বছর
আরবান নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষের সমতায় বিশ্বাসী ।
ক্ষুদ্রঋণ কর্মসূচিতে চকঝঋ এর সহযোগী সংস্থায় স্বপদে নূন্যতম ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা।
কম্পিউটারে (MS Word, MS Excel, Internet, E-mail etc.) পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে।
চাকুরিতে যোগদানের সময় উক্ত পদের বিপরীতে উল্লেখিত বেতনের সমপরিমান টাকা জামানত হিসেবে (ফেরতযোগ্য) জমা দিতে হবে।
অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
কর্মস্থল
কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ, পাবনা
বেতন
শিক্ষানবিশকালীন সময়ে ১৫,২৮০/-অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন ভাতাদি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
কোম্পানীর সুযোগ সুবিধাদি
লাঞ্চ ভাতা।
বছরে দুটি উৎসব ভাতা ।
ইনক্রিমেন্ট – বাৎসরিক
কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড সুবিধা
শিক্ষানবিশ কাল ৬ মাস। শিক্ষানবিশ কাল শেষে মূল্যায়নের ভিত্তিতে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী অন্যান্য সকল সুবিধা প্রদান করা হবে।
উত্স
বিডিজবস.কম অনলাইন জব পোস্টিং
আবেদনের পূর্বে পড়ুন
যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। ইতোপূর্বে দায়িত্ব পালনে অনিয়ম করেছেন, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এমন প্রার্থীদের আবেদন করা প্রয়োজন নেই।
রিজিউমি গ্রহণের উপায়
আবেদনের শেষ তারিখ:
২২ অক্টোবর ২০২০
হার্ড কপি
আগ্রহী প্রার্থীগণকে ২২ অক্টোবর, ২০২০ তারিখ বিকাল ৫ টার মধ্যে সমন্বয়কারী, আরবান বরাবর লিখিত আবেদনের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) আরবান এর প্রধান কার্যালয় ৫/৭/এ (৪র্থ তলা), ব্লক : ডি, লালমাটিয়া, ঢাকা-১২০৭ এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে পেরণের জন্য আহবান করা যাচ্ছে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। অথবা Email: scap.arban@gmail.com এই ঠিকানায় ই-মেইল করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ই-মেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।
প্রকাশ তারিখ
১২ অক্টোবর ২০২০
কোম্পানির তথ্যাবলী
এসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিডস – আরবান
আরবান এর প্রধান কার্যালয় ৫/৭/এ (৪র্থ তলা), ব্লক : ডি, লালমাটিয়া, ঢাকা-১২০৭
ওয়েব : www.arban.org