নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারাদেশ। দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে মুখর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। সেই লড়াইয়ে শামিল হয়েছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানও। সকল ধরণের নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তিনি।
দেশে একের পর ধর্ষণসহ নারকীয় নির্যাতনের ঘটনা ঘটেই চলছে। রীতিমতো বেপরোয়া ধর্ষকরা। এমন পরিস্থিতিতে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ করছেন। নারী নির্যাতন প্রতিরোধে তারা সরকারের আরো কার্যকরী ভূমিকা দাবী করছেন।
এর বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইভেন্টের মাধ্যমে প্রতিবাদের শামিল হচ্ছেন সাধারণ মানুষ।সেই কাতারে যোগ দিয়েছেন সাকিব। নিজের ফেসবুক পেইজে নারী নির্যাতন বিরোধী লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি। লিখেছেন, ‘চমৎকার এক নারীর ছেলে আমি, অপূর্ব একজন নারী আমার স্ত্রী, দারুণ একজন নারীর ভাই আমি এবং দুটি ফুটফুটে কন্যার বাবা আমি।‘নারীদের ওপর নির্যাতনে, বিশেষ করে ধর্ষণ ও খুন নিয়ে আমি চুপ থাকতে পারি না। এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই জঘন্য অন্যায় করছে। একজন মানুষ হিসেবে আমার অবস্থান সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে।’
এই অন্যায়ে বিরুদ্ধে লড়াইর আহ্বান জানিয়ে সাকিব লিখেছেন, ‘একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।’
অবক্ষয় বিরোধী এই লড়াই আমাদের দায়িত্ব জানিয়ে সাকিব আরো লিখেছেন, ‘একে অপরকে রক্ষা করা ও অপরের জন্য লড়াই করা আমাদের দায়িত্ব। যেমন আমাদের মুক্তিযোদ্ধা করেছিলেন। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে।’
‘মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।’