1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেছেন:

  • সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯০

মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইতিমধ্যে আমরা দেড় কোটি গাছ লাগিয়েছি। ঢাকার পরিবেশ রক্ষায় এবং পরিবেশ বান্ধব ঢাকা গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

শনিবার রাজধানীর টিকাটুলির অভয় দাস লেনস্থ সেন্ট্রাল উইমেন্স কলেজ মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।দেলোয়ার হোসেন বলেন: গত ৪ মাস ধরে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছি। আমরা একটা কথা বলে আসছিলাম,

যতদিন পানির প্রাপ্যতা অর্থাৎ যত দিন আমরা বৃষ্টি পাবো ততদিন বৃক্ষরোপণ করে যাবো। সেই ধারাবাহিকতায় আমরা বৃক্ষরোপণ করে যাচ্ছি।

তিনি বলেন: দেশের পরিবেশে রক্ষার জন্য বিশেষ করে ঢাকার পরিবেশ বিপর্যয় কাটিয়ে উঠার জন্য আজকে যে ক্ষুদ্র পরিসরে বৃক্ষরোপণ করলাম; এটাও মানুষের নিঃশ্বাস নেয়ার জন্য উপায় হতে পারে। এভাবে আমরা সারাদেশে বৃক্ষরোপণ করে চলছি।দেলোয়ার হোসেন আরও বলেন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের জন্য কাজ করেছেন,

আমরাও মানুষের জন্যই সারাদেশে বৃক্ষরোপণ করে চলছি। এটা শুধু আওয়ামী লীগের জন্য নয়। সাধারণ মানুষ যাতে উপকৃত হয়, সেটা চিন্তা করেই জননেত্রী শেখ হাসিনা বলেছেন। আমরা তার আহ্বানে বৃক্ষরোপণ করে যাচ্ছি।

এসময় আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য উৎপল সাহা, মিজানুর রহমান রুবেল, কলেজের প্রিন্সিপাল মো. শফিকুল ইসলাম, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিসহ কলেজের শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪