১ অক্টোবর থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠেয় চার সপ্তাহের আবাসিক ক্যাম্পের জন্য অনূর্ধ্ব-১৯ দলের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। প্রাথমিক স্কোয়াড ডাক পাওয়াদের তালিকায় রয়েছেন ভোলার উদীয়মান ক্রিকেটার ইফতেখার হোসেন ইফতি।ইফতি ভোলা সদর উপজেলার ৭নং শিবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির আল-আমিন হাওলাদারে ছোট ছেলে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
স্কোয়াডে ডাক পাওয়ারা হলেন; মফিজুল ইসলাম, ইমন আলী, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, শাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরব হাসান, আব্দুল্লাহ আল মামুন, মো: খালিদ হাসান, আইচ মোল্লাহ, আশরাফুল হাসান রিয়াদ খান, মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়োজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মুস্তাকিম মিয়া, আহসান হাবিব লিওন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল আলম সিয়াম, মিসবাহ আহমেদ সানা,
মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান ও জাকারিয়া ইসলাম শান্ত। গত ২৩ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত হয়েছিল অনূ-১৯ দলের প্রথম চার সপ্তাহের আবাসিক ক্যাম্পে।
সেই ক্যাম্পে ৪৭ ক্রিকেটারের মধ্য থেকে এই ২৮ সদস্যের স্কোয়াড বেছে নেওয়া। তাদের নিয়েই ১ অক্টোবর থেকে বিকেএসপিতে শুরু হচ্ছে ২০২২ বিশ্বকাপের প্রস্তুতি।