আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বরগুনার তালতলী উপজেলা যুবলীগ তার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে।
শুক্রবার(২৫ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় যুবলীগের চারদিনের কর্মসূচির অংশ হিসেবে আজ এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান শেষে জননেত্রী শেখ হাসিনার সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে উপস্থিতির মাঝে তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
তালতলী উপজেলা যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু’র সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আবুল কাশেম হাওলাদার,দপ্তর সম্পাদক মো. মুনসুর আলী জোমাদ্দার,শিক্ষা বিষায়ক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা, শামিম পাটোয়ারী,সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি রাশেদ আহম্মেদ,সদস্য মহিউদ্দিন প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন তালতলী মদিনা মসজিদের ইমাম মো. ইসমাইল হোসেন।