মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র মাতা মাজেদা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার গভীর রাতে মাজেদা বেগমের মৃত্যুসংবাদে তথ্যমন্ত্রী তার শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মাজেদা বেগমকে রত্নগর্ভা মা হিসেবে বর্ণনা করে ড. হাছান বলেন, সন্তানদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তিনি অনুসরণীয় হয়ে থাকবেন।