1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
 ‘কেমন পুলিশ চাই’জরিপের ফলাফল প্রকাশিত হাইকমিশনে হামলা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ- বিএনপি মহাসচিব পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যা খবর প্রচার করছে-স্বরাষ্ট্র উপদেষ্টা মার্চে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ-ইসি পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়-প্রধান উপদেষ্টা নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম বৈঠক আজ প্রধান উপদেষ্টার  নিকট  ‘অর্থনীতির শ্বেতপত্র’ হস্তান্তর খুনের পরিকল্পনা আগেই জানতো পুলিশ, ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে-সেনাপ্রধান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়  তারেক রহমানসহ সকল আসামি খালাস

অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের সাবেক তারকা- “মোঃ মনসুর আলী” সাবেক ডিফেন্ডার আবাহনী ও মোহামেডান।

  • সময় : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৬২

যে পজিশনে খেলতেনঃ
লেফট উইং ব্যাক, রাইট উইং ব্যাক।
যার হাতে ফুটবলে অভিষেকঃ পটু ভাই।
শেরে বাংলা কাপেঃ নেত্রকোণা।
প্রথম ক্লাবঃ
২য় বিভাগে রায়ের বাজার।
১ম বিভাগে সাধারণ বীমা।
শেষ ক্লাবঃ রহমতগঞ্জ।
প্রথম কোচঃ পটু ভাই।
আপনার পজিশনে সেরা খেলোয়াড়ঃ
টুটুল ভাই, হাসান আল মামুন।
ফুটবলে প্রিয় বন্ধুঃ শামীম।
ঢাকায় যে যে দলে খেলেছেনঃ আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা, পিডাব্লুডি, সাধারণ বীমা ও রহমতগঞ্জ।
জাতীয় দলে অভিষেকঃ অ-১৯।
বিদেশ ভ্রমণঃ সৌদিআরব, দক্ষিণ কোরিয়া, লাউস, থ্যাইল্যান্ড, ভারত।
প্রিয় কোচঃ সামির শাকির, মোস্তফা কামাল।
প্রিয় খেলোয়াড় দেশেঃ মুন্না।
প্রিয় খেলোয়াড় বিদেশেঃ ম্যারাডোনা।
প্রিয় ফুটবল দল দেশেঃ আবাহনী
প্রিয় ফুটবল দল বিদেশেঃ বার্সিলোনা।
বিশ্বকাপে সাপোর্টঃ আর্জেন্টিনা।
স্মরনীয় মূহুর্তঃ আবাহনীর হয়ে লীগ চ্যাম্পিয়ন হওয়া।
স্মরনীয় খেলাঃ আবাহনীর হয়ে মোহামেডানের বিপক্ষে গোল করে চ্যাম্পিয়ন হওয়া।
ফুটবল থেকে বিদায়ঃ ২০০১/০২ সাল।
পিতাঃ মৃত তারা মিয়া।
মাতাঃ বেগম চান বানু।
জন্মস্থানঃ কেরানীগঞ্জ।
জন্ম তারিখঃ ২/১০/১৯৭০।
ভাই বোনঃ তিন ভাই, তিন বোন।
বিবাহ বার্ষিকীঃ ২০/২/৯৮।
স্ত্রীঃ হাসিনা বেগম।
সন্তানঃ দুই ছেলে।
বড় ছেলেঃ মানসিব আলী প্রত্যয়।
ছোট ছেলেঃ মুনতাসির আলী প্রিতম।
বর্তমান পেশাঃ ব্যবসা।
প্রিয় অভিনেতাঃ রাজ্জাক।
প্রিয় অভিনেত্রীঃ ববিতা।
প্রিয় গায়কঃ বশির আহমেদ।
প্রিয় গায়িকাঃ সাবিনা ইয়াসমিন।
প্রিয় রংঃ সাদা।
প্রিয় ফুলঃ রজনীগন্ধা।
প্রিয় খাবারঃ ভাত মাছ।
প্রিয় পোশাকঃ পাজামা পাঞ্জাবি।
অবসর কাটেঃ রাজনীতি করে।
প্রিয় ব্যক্তিত্বঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ভালো লাগেঃ মানুষের কল্যাণে কাজ করতে।
খারাপ লাগেঃ অযোগ্যদের বড় পদে দেখলে।

ফুটবল মাঠ থেকে রাজনীতির ময়দানে বিচরণ করা মনসুর আলী মিরপুরের গণ মানুষের কাছে প্রিয় একটি নাম। করোনা প্রাদুর্ভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তিনি। “দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ”- ফুটবল থেকে পাওয়া এই শিক্ষাকে কাজে লাগানোর চেষ্টা করেছে সবসময়। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশের জন্য কাজ করতে সদা সচেষ্ট তিনি। মনসুর আলী রাজনীতির পাশাপাশি তিনি একজন আলোচিত সমাজ কর্মী। তিনি মিরপুর সোনালী অতীতের সহ-সভাপতি, মোহাম্মদাবাদ আলীম মাদ্রাসার কার্যকরী সদস্য, মধ্য পাইকপাড়া জামে মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মিরপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। যতদিন বাঁচবেন জনগনের জন্য কাজ করতে চান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪