আজ শুভ মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূণ্যলগ্ন শুরু। এ উপলক্ষে আজ ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। সারাদেশের মন্দির আর পূজামণ্ডপগুলোতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আহ্বানই মহালয়া হিসেবে পরিচিত। মহালয়া থেকে দুর্গাপূজার আগাম ধ্বনি শুনতে পাওয়া গেলেও এবার ৬ দিন পরে পূজা অনুষ্ঠিত হবে।
আশ্বিন মাসকে অশুভ বিবেচনা করায় এ বছর মহালয়ার ১ মাস ৫ দিন পর ২২ অক্টোবর বুধবার থেকে দুর্গাপূজা শুরু হবে।