ছবির চাচা এক এপার্টমেন্টের লিফট অপারেটর..! রোজ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৮টা অব্দি ডিউটি করেন..! প্রতিদিন সকালে ৯:২০ থেকে ৯:২৫ এর মধ্যে লিফট ইউজ করেন তাসনুভা ইসলাম সুমা।
সুমা বলেন, আমি প্রত্যেকদিনই লক্ষ্য করি চাচা নিজের এই ছোট্ট ফোনটার স্ক্রিনের দিকে প্রচন্ড ব্যাকুল নজরে চেয়ে থাকেন ,আর উসখুস করেন..! এতোটাই টেনশনে থাকেন যে, কে উঠলো, কে নামলো ঘুরেও তাকান না..! একদিন আমি কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, ‘আপনি কী দেখেন বলুন তো মোবাইলটার দিকে তাকিয়ে থেকে..?’
যে উত্তরটা এলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না মোটেও..! উনি বললেন, ‘আমি অপেক্ষা করছি কখন ৯:৩০টা বাজবে..!’
‘কিন্তু কেন..?’
‘যাতে আমি আমার মেয়েকে ফোন করতে পারি..! আমার মেয়ের সদ্য বিয়ে হয়েছে..! জামাই বাবা জীবনের পছন্দ নয় মেয়ে আমার সাথে কথা বলুক..! আসলে আমি লিফট চালাই তো..! জামাই আমার বড়ো অফিসার বুঝলেন..! ঐ জন্য পছন্দ করে না মেয়ের আমার সাথে মেলামেশা..! তাই জামাই রোজ সকাল ৯:৩০টায় অফিস বেরিয়ে যাওয়ার পর আমি ফোন করি আমার মেয়েকে..! ওর জন্য আমার বড় চিন্তা হয় যে… আসলে আমি বাবা তো…’
এই গল্পটা অন্য কারোর..! কিন্তু বাস্তব..! আমরা বড্ড টাকা-পয়সা-বাড়ি-গাড়ি-কাজ-বাজ-স্ট্যাটাস দেখে মানুষকে সম্মান দিই..! যোগাযোগ রাখি..! বুড়ো ব্যাকডেটেড বাবা-মা’কে নিয়ে লোকসমাজে বেড়াতে লজ্জা পাই..! বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই না..! অথচ মন ওদেরও থাকে..! কষ্ট ওদের ও হয়..! ভালো ওরাও বাসে..!
বাবা-মাকে সম্মান করুন।
তাদের টাকা-পয়সা,বয়স দেখে তাদের সম্মান করবেন না। আপনার তাদের জন্য চিন্তা নাও হতে পারে,কিন্ত তাঁরা সবসময় তাদের সন্তানকে নিয়ে চিন্তায় থাকে। সন্তানের ভালো কিছুর জন্য নিজে ত্যাগ স্বীকার করেন।
ঘটনাটি সংগ্রহ করে সাজিয়ে নেয়া হয়েছে।