জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোঃ মিলন হোসেন খাঁনের স্ত্রীর আহবানে পুরাতন ঢাকার সুত্রাপুর থানার আইজি গেটে কর্মহীন, অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা জেলা দক্ষিণ ও থানার বিভিন্ন নেতৃবৃন্দ
নির্মল রঞ্জন গুহ বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র।আমরা চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি। দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান এ জানান।যতদিন এই মহামারী বিপর্যয় না কাটবে ততদিনই স্বেচ্ছাসেবক লীগ মানুষের পরম সতীর্থ হয়ে কাজ করবে।
তিনি আরো বলেন, আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। তাই তারা যখন বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে আমি মনে করি।