জব কনটেক্সট
সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ (এসডিআই) চট্টগ্রাম জেলার অন্তর্গত সন্দ্বীপ উপজেলায় REECALL ২০২১ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প সমন্বয়কারী পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
প্রার্থীকে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় গ্রামীণ পরিবেশে অবস্থান করে দরিদ্র্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। এ প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করছে আন্তর্জাতিক সংস্থা অক্সফ্যাম।
চাকরির দায়িত্বসমূহ
N/A
চাকরির ধরন
ফুল টাইম
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
বয়স সর্বোচ্চ ৪০ বছর
প্রশিক্ষণ প্রাপ্ত ও ডোনার ফান্ডেড প্রজেক্ট`র কাজে অভিজ্ঞদের জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
কর্মস্থল
চট্টগ্রাম (সন্দ্বীপ)
বেতন
টাকা. ৪৫০০০ (মাসিক )
কোম্পানীর সুযোগ সুবিধাদি
বছরে দুইটি উৎসব বোনাস (এক মাসের বেতনের সমপরিমান টাকা) প্রদান করা হবে।
দাতা সংস্থা অনুমোদিত বাজেট অনুযায়ী মাসিক মোবাইল ও ইন্টারনেট খরচ প্রদান করা হবে।
কর্মএলাকায় মটর সাইকেল চালানোর জন্য মটর সাইকেল মেরামত ও জ্বালানী ব্যয় অনুমোদিত নীতিমালা ও বাজেট অনুযায়ী প্রদান করা হবে।
রিজিউমি গ্রহণের উপায়
আবেদনের শেষ তারিখ:
২৩ আগস্ট ২০২০
হার্ড কপি
আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে আবেদনসহ পূর্নাঙ্গ জীবন বৃত্তান্তের স্ক্যান কপি, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি আগামী ২৩/০৮/২০২০ খ্রি. তারিখের মধ্যে নি¤œ স্বাক্ষরকারী বরাবরে ই-মেইল sdi.hoffice@gmail.com এর মাধ্যমে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের জন্য আবেদন পত্রে অবশ্যই প্রার্থীর মোবাইল নাম্বার ও ইমেইল আইডি উল্লেখ করতে হবে।
আবেদনপত্র থেকে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য মোবাইল ফোনের মাধ্যমে ডাকা হবে। উল্লেখ্য যে, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রার্থীদেরকে মোবাইল ফোনের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। প্রকল্প সমন্বয়কারী পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীগণকে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার মুল সনদ পত্র, অভিজ্ঞতার সনদ পত্র ও নাগরিকত্বের সনদ পত্রের সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে। অত্র নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন সংযোজন, সংশোধন বা বাতিলকরণ এসডিআই কর্তপক্ষ সংরক্ষণ করে। (সামছুল হক) নির্বাহী পরিচালক (সিইও) এসডিআই, প্রধান কার্যালয় বাড়ি নং ২/৪ (৪র্থ তলা), ব্লক-সি শাহজাহান রোড, মোহাম্মদপুর ঢাকা-১২০৭। ই-মেইল sdi.hoffice@gmail.com
প্রকাশ তারিখ
১৩ আগস্ট ২০২০
কোম্পানির তথ্যাবলী
Society For Development Initiatives (SDI)
House No. 2/4, Block – C , Shajahan Road, Mohammadpur Dhaka- 1207