1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
বুধবার, ০৮ মে ২০২৪, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে নগরীতে নেই চিরচেনা যানজট যৌন নিপীড়নের অভিযোগে ঢাবি অধ্যাপক নাদিরকে অব্যাহতি ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগের হাতে ভুয়া পুলিশ সদস্য আটক সুন্দরবনের আগুন সম্পূর্ণভাবে  নিভে গেছে রুমায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ এর ১জন সন্ত্রাসী নিহত বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদার চেয়েও উৎপাদন ক্ষমতা বেশি: প্রতিমন্ত্রী নসরুল হামিদ ২ ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো  টাইগাররা রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মন্ত্রী-এমপিদের স্বজনরা প্রার্থী হওয়ায় ইসি বেকায়দায় নেই – সিইসি

“সাম্প্রতিক পেক্ষাপটে জবি শিক্ষার্থীদের ভাবনা “

  • সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ২৮১

বৈশ্বিক মহামারীতে ক্লাস-পরীক্ষা ছাড়া ঘরবন্দী দেশের শিক্ষার্থীরা । এরি মধ্যে দেশের বন্যা ক্ষয়ক্ষতি,চারদিকে দুর্নীতি,হত্যা,লুট,ধর্ষন প্রতিদিনের হেডলাইনে অতিষ্ঠ দেশের মানুষ। কবে কখন ক্লাস শুরু হবে শিক্ষার্থীরা মুখিয়ে আছে শিক্ষা মন্ত্রানালয়ের দিকে। এরি মধ্যে বিভিন্ন অনলাইন পোর্টাল ও নিউজপেপারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগাম বার্তা দিয়েছে। শিক্ষার্থীরা মানসিক ভাবে কতটুকু প্রস্তুত সাম্প্রতিক পেক্ষাপটে __শিক্ষার্থীদের কথা জানাচ্ছেন
মো:ইসরাফিল আলম রাফিল

আজ কোটি কোটি মানুষের আর্তনাদের নাম করোনা মহামারী । গোটা বিশ্বই যেনো করোনা ভাইরাস রাজত্ব করে বেড়াচ্ছে । এই করোনাকালীন সময়টা গৃহবন্দী সময় কাটানো কষ্টকর। তারপরও অনলাইন ক্লাস, বন্ধু, ইউটিউব এইতো এভাবেই কেটে যাচ্ছে দিন গুলো ।

ফেসবুকে নিউজফিড স্ক্রলিং করতে করতে বিভিন্ন নিউজ দেখে মাঝে মাঝে আতঙ্কিত হয়ে যাই । প্রতিদিন এক ঘেয়ামি নিউজ ফিডে হত্যা,ধর্ষন, লুটের খবর । সন্দেহের ডানা বেধেঁ গেছে, সহজে সব কিছু বিশ্বাস করতে পাচ্ছি না । জুনিয়র কেউ পরীক্ষার আপডেট চাইলে বাহানা দেখিয়ে কাটিয়ে দিতে হয়।

আশায় বুক বেধেঁ আছি ক্যাম্পাসের বন্ধুদের সাথে আবার দেখা হবে, আড্ডা, ক্লাস ক্যাম্পাসের কোলাহলে ফিরে যেতে চাই ।পৃথিবী সুস্থ হয়ে উঠবে অতি তাড়াতাড়ি এটাই চাওয়া ।

তুবা জান্নাত
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
১৫ তম ব্যাচ, জবি

করোনা মহামারীতে আমাদের দৈনন্দিন জীবনের কোনো কিছুই আগের মতো নেই। সারাদিন অনলাইনে ফেসবুক , গেমস , ইউটিউবিং,টিউশনি এভাবেই কাটতেছে দিনগুলি।

ভার্সিটির সেই চাঞ্চল্যকর দিনগুলি খুবই মিস করি। প্রতিদিন রাতে বন্ধু-বান্ধবীদের সাথে প্ল্যান করি ক্যাম্পাস খুললে কি করব, কোথায় যাব! এ-ই স্বপ্ন গুলোই দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি৷ আবার সকাল হয়, আবার সেই নতুন স্বপ্ন নতুন করে শুরু করতে চাওয়ার প্রবনতা যেনো আমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়।

প্রতিদিন বিভিন্ন নিউজ শুনে নিজেকে সান্ত্বনা দিতে পারি, মুক্তির সংবাদ শুনার অপেক্ষায় থাকি। নিজেকে সান্ত্বনা দেই হতাশ হওয়ার কিছু নেই সবারই আমার মতো অবস্থা। এইচএসসি পরীক্ষা নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় জুনিয়রদের কাছে। তাদের পরামর্শ দিতে গিয়ে মাঝে মধ্যে নিজেকে সালমান শুখন ভেবে ফেলি। এইতো এভাবেই প্রতিদিন, প্রতিরাত কাটে নতুন সেই ভোর দেখার অপেক্ষায়…

মোঃ সেলিম রানা
মনোবিজ্ঞান বিভাগ
১৫ তম ব্যাচ,জবি

করোনাকালীন এই সময়ে পেশাজীবীদের মত শিক্ষার্থীদের জীবনেও ঘটেছে ভবিষ্যৎ নিয়ে দুঃচিন্তার কেশবর্ণ মেঘের ঘনঘটা ।ক্লাস-পরীক্ষা নেই সেশনজট, ঘরে বসে একঘেয়েমি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেই কোলাহলে ফিরে আসার আকুতি ধৈর্য্যর বাঁধ ভাঙ্গা অবস্থা। করোনা মহামারীর এই সময়ে স্বাস্থ্য ,শিক্ষা সহ বিভিন্ন খাতে দুর্নীতি এবং নানা অরাজকতা আমাদের মানসিকতার অবক্ষয় ঘটাচ্ছে ।

ভালো লাগার বিষয় গুলোর মধ্যে মানুষের বন্যার্ত ও করোনা আক্রান্তদের পাশে থাকার গল্পগুলো আমাদের অনুপ্রাণিত করে।

সাম্প্রতিক এই পরিস্থিতিতে করোনা ভ্যাকসিন উদ্ভাবনের মাধ্যমে পৃথিবী মানুষ স্বাভাবিক ভাবে চলাফেরার ফিরে আসুক, আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠীদের পদচারণায় আবার মুখরিত হউক , চা দোকানে বন্ধুদের সাথে সেই আড্ডা ফিরে আসুক এই চাওয়া।

ফারহা তাসনিম
প্রাণিবিজ্ঞান বিভাগ
১৫ তম ব্যাচ,জবি

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪