1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

ভূমিকম্পে প্রকম্পিত বাংলাদেশ-ভারত সীমান্ত

  • সময় : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২১৫

বাংলাদশের সিলেট বিভাগের কয়েকটি জেলাসহ বাংলাদেশ-ভারত সীমান্তে বুধবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। সিলেট, সুনামগঞ্জ নেত্রকোনা, হবিগঞ্জসহ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গেছে।

ভূমিকম্প নির্দেশক ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাক ডটকমের তথ্য অনুসারে, ভূকম্পনের উৎস ছিল নেত্রকোনার ৪১ কিলোমিটার পূর্বে ও ভূপষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। তবে ভারতীয় সংবাদমাধ্যমে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩ বলা হচ্ছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মেঘালয়ের দক্ষিণপশ্চিম চেরাপুঞ্জিতেও অনুভূত হয়েছে এই ভূমিকম্প৷ তবে এতে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত মাসে কয়েকবার ভূমিকম্পে কেঁপেছে ভারত। তারমধ্যে গত সপ্তাহের হরিয়ানার রোহতকে একঘণ্টার মধ্যেই আঘাত হেনেছিল দুটি ভূমিকম্প। প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ এবং দ্বিতীয়টির ২ দশমিক ৯। লকডাউনের সময় বারবার কম্পনে আতঙ্কের সৃষ্টি হয় মানুষের মধ্যে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪