মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বন্যাদূর্গত অসহায় মানুষ কে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নিতে এসে আজ বেলা ৩ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপন করেন।
সকল নেতাকর্মীকে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দেশ ও জাতির কল্যাণে সর্বদা নিয়োজিত রাখতে শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ।
সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক করোনা প্রাদুর্ভাবে বিপর্যস্থ জনজীবনে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। বর্তমান বন্যা পরিস্থিতিতেও স্বেচ্ছাসেবক লীগ বানবাসী অসহায় মানুষের পাশে আছে।
সেবার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে থাকার জন্য সকল নেতাকর্মী কে আহবান জানান এবং দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে যেকোন দূর্যোগময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী অসহায় দুস্থ মানুষের পাশে থাকবে মর্মে আশা প্রকাশ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল সায়েম, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, আনোয়ারুল আজিম সাদেক, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান জনি সহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।