1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রএ সিবিও মনিটরিং অফিসার পদে নিয়োগ

  • সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৪২১

জব কনটেক্সট

সিবিও মনিটরিং অফিসার, Pathways to Prosperity for Extremely Poor People (PPEPP) প্রকল্প।

চাকুরীর ধরণ ও মেয়াদ : চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে ৭ মাস (সেপ্টেম্বর, ২০২০ থেকে মার্চ, ২০২১ পর্যন্ত)। তবে সন্তোষজনক কর্ম সম্পাদন ও প্রকল্পের বাজেট বরাদ্দ থাকা সাপেক্ষে প্রতিবছর নবায়নযোগ্য যা ২০২৫ সাল পর্যন্ত চলতে পারে।

চাকরির দায়িত্বসমূহ

কর্মস্থল/কর্মএলাকা : কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, মিঠামইন, নিকলী; হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলার গ্রাম/ইউনিয়ন পর্যায়ে।

চাকরির ধরন

চুক্তিভিত্তিক

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ

সর্বোচ্চ ৩২ বছর। যোগ্যতর প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

কোন প্রতিষ্ঠিত সংস্থায় ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম বাস্তবায়ন, তদারকি ও পরিবীক্ষণ কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

কম্পিউটারে MS Word, Excel, Power Point এর কাজ জানা আবশ্যক।

শারীরিকভাবে সুস্থ, কর্মক্ষম, সাবলীল এবং উন্নত চারিত্রিক গুণাবলী সম্পন্ন হতে হবে, গ্রামীণ পরিবেশে অবস্থান করে অতিদূর্গম/হাওর/চরাঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে, বাই-সাইকেল চালানোর পারদর্শিতা থাকতে হবে।

কর্মস্থল

কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ

বেতন

সর্বসাকূল্যে মাসিক মোট বেতন ১৮,০০০/- টাকা ।

আবেদনের পূর্বে পড়ুন

ক) আগ্রহী প্রার্থীদের A-4 সাইজের সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত (আপনাকে চিনবেন এমন দুই জন বিশিষ্ট ব্যক্তির ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ পূর্বক), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি স্পষ্ট রঙিন ছবি (ল্যাব প্রিন্ট), সকল শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ/ছাড়পত্র, স্থায়ী ঠিকানার স্বপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত সহ আগামী ১৭/০৮/২০২০ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে “নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, বাড়ী নং ৫৪৮, রোড নং ১০, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে হবে। খ) খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।

গ) শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার সময়সূচী দরখাস্তে (সিভিতে) প্রদত্ত মোবাইল নম্বরে অবহিত করা হবে। ঘ) লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ নগদ ২০০/- টাকা (অফেরৎযোগ্য) জমা দিতে হবে। ঙ) যে কোন আবেদনপত্র গ্রহণ/বাতিল এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংযোজন/শিথিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। চ) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না। ছ) চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক ৩০০/- টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করতে হবে। এছাড়া প্রার্থীর আপনজন/আত্মীয়দের মধ্যে থেকে আরো দুইজন ব্যক্তিকে (সরকারী/আধা সরকারী/বেসরকারী চাকুরীজীবী) সংস্থার নির্ধারিত ফরমে গ্যারান্টার হতে হবে। জ) কোন প্রার্থী কোন ক্ষেত্রে ভুল তথ্য প্রদান অথবা সত্য গোপন করলে নিয়োগ পাবার পরও যে কোন সময় তার নিয়োগ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন।

ঝ) বর্ণিত ক্রাইটেরিয়া অনুযায়ী যোগ্য পদক্ষেপ এর সাবেক কর্মীবৃন্দ ইচ্ছা করলে কর্মী পরিচিতি নং উল্লেখ পূর্বক আবেদন করতে পারবে। তবে তাদের পারফরমেন্স রেকর্ড ভাল হতে হবে। নিয়োগ পরীক্ষার জন্য নির্ধারিত পরীক্ষার ফি (২০০/-) ব্যতিত কোথাও কোন ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করা হলো।

রিজিউমি গ্রহণের উপায়
হার্ড কপি

নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, বাড়ী নং ৫৪৮, রোড নং ১০, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

প্রকাশ তারিখ

৬ আগস্ট ২০২০

কোম্পানির তথ্যাবলী

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র
বাড়ি # ৫৪৮, রোড # ১০, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা – ১২০৭
ওয়েব : www.padakhep.org

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪