লিটন সরকার কুমিল্লা উঃ জেলা স্বেচ্ছাসেবকলীগ এর একজন নেতা,১০১ জনের একটি টিম গঠন করে নিজ উদ্যোগে করোনায় মৃতদের সৎকার করার জন্য।এই পর্যন্ত ২০ জন করোনায় আক্রান্ত মানুষ কে দাফন / দাহ/ সৎকার করেছে।
এর মধ্যে একজন হিন্দু মহিলাকে সৎকার করা হয়েছে তাদেরই একজন নারী সদস্যদের দিয়ে।সর্বমোট ৪ জন হিন্দুকে এ পর্যন্ত দাহ করা হয়েছে।এছাড়া ১৪ জন মুসলিম কে মুসলিম ধর্ম অনুযায়ী দাফন,কাফন করেছে লিটন।
তার মধ্যে উল্যেখযোগ্য হলো ১১ ঘন্টা পড়েছিল একটি লাশ, কেউ এগিয়ে না আসাতে লিটন এর নেতৃত্বে ঐ লাশটি দাফন করে।দুজন বিএনপি নেতারও লাশ দাফন করে তারা ।
সুদের টাকার জন্য কবর করতে দেওয়া হয় নাই,লিটন ও তার টিম গিয়ে নিজেরা কবর খুঁগে দাফন করেছে যেটা সারা দেশে অনেক সাড়া ও প্রশংসিত হয়েছিল।
ব্যক্তিগত তহবিল থেকে রাতের আঁধারে বিভিন্ন এলাকায় তথা আশেপাশের বিভিন্ন এলাকায় অসহায় গরীব, দুস্হ মানুষের নিকট কয়েকবার অর্থ ও খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে লিটন।
পবিত্র রমজানের সময় নিজ অর্থায়নে অসহায়,দুস্ত ও ভাসমান মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন সহ
মানুষ কে সচেতন করার জন্য টিম ভিত্তিক প্রত্যেক এলাকার মানুষের সাথে আলোচনার আয়োজন করেছে।
করোনা আক্রান্ত পরিবারদের খাদ্য সহায়তা,সু-চিকিৎসা নিশ্চিত করতে কয়েকটি টিম গঠন করে কাজ করেছে।
ঐ অঞ্চলে যখন রেড জোন হিসেবে ঘোষনা করা হয়েছিল তখন লিটনের টিম রাত দিন পাহারা দিয়ে কঠোর ভাবে লকডাউন পালন করার জন্য মানুষদের মাঝে সচেতনা সৃষ্টি করার জন্য ব্যাপকভাবে কাজ করেছিল।কঠোর লকডাউনের সময় মার্কেটের ভাড়াটিয়াদের দোকান ভাড়া প্রায় লক্ষ টাকা মওকুফ করার ব্যবস্থা করে দিয়েছে লিটন সরকার।এখনো কৃষকদের ধান কেটে ঘরে পৌছে দিচ্ছে এই মানবতার সেবক।