ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখা জাতীয় পার্টির উদ্বোগে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নবীনগর উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয় পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা মো. রজব আলী মোল্লা।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা জাতিয় পার্টির সাবেক সাধারন সম্পাদক মো. মোসলেম উদ্দিন মৃধা, সৈয়দ মোকাম্বের, পৌর জাতীয় পার্টির সভাপতি মো. ইদন খান, সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস,সিরাজ খাঁন, আনিছ খাঁন, খন্দকার জাফর, আজিম খান বাবু, আবুল কাসেম, মহসিন হোসেন রানা, হাবিবুর রহমান হাবিব, ছাত্রনেতা সৌরভ আহাম্মেদ প্রমুখ।
এসময় নেতাকর্মীরা পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের কর্মময় বণার্ঢ্য জীবনের উপর আলোচনা করেন। আলোচনা সভা শেষে তাহার বিদিহী আত্মর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে তাবারোক বিতরন করা হয়।