কয়েক দিনের টানা বর্ষণে গাজীপুরের বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত
হয়েছে। তলিয়ে গেছে বেশ কিছু মাছের খামার। আঞ্চলিক সড়কগুলো তলিয়ে যাওয়ায় কয়েকটি গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে, ভারী বর্ষণের কারণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি, চান্দরা, বিশ্বাসপাড়া এলাকায় কয়েক হাজার বাড়িঘরে বসবাসকারীরা পানি বন্ধি হয়ে পড়েছে।
কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদার জানিয়েছেন, একদিকে, নিচু এলাকায় বাড়ি করা হয়েছে, অন্যদিকে নদীতে পানি বৃদ্ধির কারণে জলাবদ্ধাতরা সৃষ্টি হচ্ছে।