জব কনটেক্সটগ্রাম বিকাশ কেন্দ্র, পার্বতীপুর-৫২৫০,দিনাজপুর কর্তৃক বাস্তবায়িত মাইক্রোফাইন্যান্স কর্মসূচীসহ চলমান প্রকল্প/কর্মসূচীর জন্য নিম্ন বর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।কর্মএলাকাঃ রংপুর ও রাজশাহী বিভাগ।কর্মস্থলঃ প্রধান কার্যালয়, পার্বতীপুর, দিনাজপুর।কার্যক্রমের মেয়াদকাল: জুন ২০২২ইং পর্যন্ত।চাকরির দায়িত্বসমূহকৃষি যান্ত্রিকীকরণ কার্যক্রম বাস্তবায়ন এলাকায় আগ্রহী উদ্যোক্তাদের নির্বাচিত করে
ঋণ প্রদানের মাধ্যমে কৃষি যন্ত্র ক্রয় ও তার ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা।কৃষি যন্ত্রপাতি ব্যবহারকারী, এলএসপিদের প্রশিক্ষণ আয়োজন ও সেশন পরিচালনা করা।মাইক্রোফাইন্যান্স সমিতিতে উঠান বৈঠক/দলের মিটিং কৃষি যান্ত্রিকীকরণ এর সুবিধা নিয়ে আলোচনা করা।কৃষি যন্ত্রপাতি এর ব্যবহার প্রদর্শনী ও মাঠ দিবসের আয়োজন করা।উপজেলা কৃষি অফিস, কৃষি যান্ত্রিকীকরণ কোম্পানী সহ সংশিষ্ট স্টেকহোল্ডার এর সহিত যোগাযোগ।মাসিক/ ত্রৈমাসিক পরিকল্পনা, অগ্রগতি প্রতিবেদন ও কেস স্টাডিজ লিখন ও সংরক্ষন।সংস্থার কৃষি যান্ত্রিকীকরণ কার্যক্রমের ফোকাল পার্রসন(কৃষিবিদ) এর নিকট রিপোর্ট করবেন এবং সংস্থার কর্মী
হিসাবে আরোপিত দায়িত্ব ও কর্তব্য পালনে দায়বদ্ধ থাকবেন।চাকরির ধরনফুল টাইমঅভিজ্ঞতা:সর্বনিম্ন ৩ বছরচাকরির প্রয়োজনীয় বিষয়সমূহকম্পিউটার চালনায় দক্ষ (MS word, Excel and Power Point, email) হতে হবে এবং মোটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।কর্মস্থলদিনাজপুর, রংপুর, রাজশাহীবেতনমাসিক বেতন ২৫০০০/-টাকা । শিক্ষানবীশকাল ৬ মাস এবং শিক্ষানবীশকাল উর্ত্তীণ হবার পর নিয়ম অনুযায়ী ২ টি উৎসব ভাতা, বৈশাখি ভাতা ও কার্যক্রম অনুযায়ী মোবাইল বিল, জ্বালানী সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।
রিজিউমি গ্রহণের উপায়হার্ড কপিপূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল সনদপত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত), সদ্যতোলা ৩ কপি পিপি সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র, মোবাইল ফোন নম্বরসহ আবেদনপত্র সিনিয়র ম্যানেজার, এইচআর এন্ড এ্যাডমিন, গ্রাম বিকাশ কেন্দ্র, হলদীবাড়ী, পার্বতীপুর-৫২৫০, দিনাজপুর, বাংলাদেশ, বরাবরে সরাসরি অথবা ডাক/কুরিয়ার যোগে আগামী ১৬/০৭/২০২০ইং তারিখের মধ্যে পেঁৗঁছাতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহনের জন্য আহবান করা হবে।
খামে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। নারী, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলসহ যে কোন সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা গ্রাম বিকাশ কেন্দ্র এর কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।প্রকাশ তারিখ:৭ জুলাই ২০২০আবেদনের শেষ তারিখ:১৬ জুলাই ২০২০কোম্পানির তথ্যাবলীগ্রাম বিকাশ কেন্দ্র