1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
সোমবার, ২০ মে ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন

টঙ্গিবাড়ীতে মসজিদের ভিতর দিয়ে বইছে পদ্মার স্রোত যে কোন মুহূর্তে বিলিন হয়ে যাবে মসজিদটি

  • সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ২৪৩


টঙ্গিবাড়ীতে মসজিদের ভিতর দিয়ে বইছে পদ্মার স্রোত যে কোন মুহূর্তে বিলিন হয়ে যাবে মসজিদটি উজান হতে নেমে আসা ঢলের পানির তিব্র স্রোত টঙ্গিবাড়ী উপজেলার পদ্মা নদী দিয়ে বয়ে যাচ্ছে। ফলে টঙ্গিবাড়ী উপজেলার নতুন নতুন এলাকা প্রতিনিয়ত পানিতে তলিয়ে যাচ্ছে। সেই সাথে বৃদ্ধি পেয়েছে পদ্মা নদীর তীর অঞ্চলে ভাঙ্গন। টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও, হাসাইল, কামাড়খাড়া দিঘিরপাড় ইউনিয়নের ৭ কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা নদীতে ভাঙ্গন দেখা দিয়েছে।


সরেজমিনে টঙ্গিবাড়ী উপজেলার হাইয়ার পার এলাকায় গিয়ে দেখা গেছে, হাইয়ারপাড় জামে মসজিদটির ৮০ ভাগ এলাকা পদ্মা নদীর মধ্যে চলে গেলেও মসজিদটি এখনো দাড়িয়ে আছে।
মসজিদের ফ্লোরের অনেক অংশ নদীতে বিলিন হয়ে গেছে।
মসজিদের ভিতর দিয়ে তিব্র গতিতে স্রোত প্রবাহিত হচ্ছে। যে কোন মুহুর্তে মসজিদটি পদ্মা নদীতে বিলীন হয়ে যাবে।


ওই এলাকার আবুল শেখ (৭০) বলেন, জন্মের পর হতেই দেখছি এখানে একটি মাদ্রাসা ও মসজিদ ছিলো।আমার পূর্ব পুরুষরাও এ মসজিদে নামাজ আদায় করতো। মসজিদটি অনেক সুন্দর করে আমরা বানাইছিলাম। নদীতে ভাইঙা লইয়া যাচ্ছে এখোন একটা ছাপড়া তুইলা নামাজ পরতাছি।
মো. বিল্লাল হোসেন(৬০)জানান, রোজার মধ্যেও মসজিদে তারাবির নামাজ পরছি। কিন্তু কয়েকদিন যাবৎ নদী ভাঙ্গন বৃদ্ধি পাওয়ায় মসজিদটি ভেঙ্গে যাচ্ছে।


এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, ভাঙ্গন রোধে ১৮০ মিটার বাধ বালু ভর্তি জিএ ব্যাগ ফেলে নির্মাণ করছে পানি উন্নায়ন বোর্ড।

আমরা ভাঙ্গন কবলিত স্থানগুলো একাধিকবার পরিদর্শন করেছি এবং উদ্ধতন কর্তপক্ষকে অবহিত করেছি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪