করোনায় মাঠের ক্রিকেট থেকে বাহিরে থাকলেও সুখবর পেয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান কুইন্টন ডি কক। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন তিনি, এছাড়া প্রোটিয়াদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে ২০১৭ সালেও সেরা নির্বাচিত হয়েছিলেন এই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার হয়ে একাধিকবার সেরা হওয়া মাখায়া এনটিনি, কাগিসো রাবাদা, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স ও জ্যাক ক্যালিসের পাশে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে দু’বার বর্ষ সেরা হিসেবে নাম লিখালেন ডি কক।
এই করোনা মহামারীর মধ্যেই ২০১৯-২০ মৌসুমের সেরা ক্রিকেটারদের স্বীকৃতি দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। তবে করোনাভাইরাসের কারণে এবারের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল অন্যান্য বারের তুলনায় আলাদা, এবার সব কিছুই হয়েছে ভার্চুয়াল ভাবে ।দক্ষিণ আফ্রিকার গত মৌসুমটা বাজে গেলেও ব্যক্তি হিসেবে নিজের পারফরম্যান্স ঠিক রেখেছিলেন কক। তিন সংস্করণ মিলিয়ে মোট সাতটি সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা, আর মাত্র একটিতে জিতেছিল তারা। তবে এই সাতটি সিরিজের পাঁচটিতে ও ২৭টি ইনিংসের নয়টিতে কক ছিলেন দলের সর্বোচ্চ রানের মালিক।
ককের পাশাপাশি বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন ২১ বছর বয়সী ব্যাটসম্যান লরা উলভার্ট। অস্ট্রেলিয়ার মাটিতে হয়ে যাওয়া সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখান তিনি । ডি ককের মতোই তিনিও পেয়েছেন বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার ও নারী ক্রিকেটারদের বিচারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার