স্টাফ রিপোর্টার-
পাঁচ দিনের উৎসবমুখর পরিবেশে উদযাপনের পর আজ বিজয়া দশমীর মাধ্যমে শেষ হলো এবছরের শারদীয় দুর্গাপূজা। চোখের জলে ভক্তরা বিদায় জানালেন মা দুর্গাকে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাজধানীসহ সারাদেশে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন, দেবীর ফিরে যাওয়ার এই মুহূর্তে উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ঢাকের তালে তালে মুখরিত পরিবেশে ভেসে উঠেছে আবেগ ও ভক্তি।
রাজধানীর বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ নদীর ১০টি ঘাটে একযোগে চলছে বিসর্জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি প্রস্তুতির কারণে এ বছর এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
অন্যদিকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এবং কক্সবাজারের তটরেখায় দুপুরের পর থেকেই ভক্ত-দর্শনার্থীদের ঢল নামে। জয়ধ্বনিতে দেবীকে বিদায় জানাতে সমবেত হয় হাজারো মানুষ। একই চিত্র দেখা গেছে রাজশাহী, সিলেট, রাঙামাটি, খুলনা ও দেশের অন্যান্য জেলাতেও।
এর আগে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল অঞ্জলিতে। পূজার আচার শেষে দর্পণ বিসর্জন, ঘট বিসর্জন ও সিঁদুর খেলার মধ্য দিয়ে ভক্তরা দেবীকে বরণ করেন, এরপর শোভাযাত্রায় প্রতিমা বিসর্জনের জন্য যাত্রা করে।
হিন্দু ধর্ম অনুযায়ী, কৈলাস থেকে মর্ত্যে কন্যারূপে আগমন ঘটে দেবী দুর্গার। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই পাঁচ দিনের উৎসব শেষে বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে কৈলাসে প্রত্যাবর্তন করেন তিনি।
এই বিদায়ের মাঝেও ছিল আগামী বছরের আশার আলো—“আবার আসিবে মা”—এই প্রত্যাশাতেই ভক্তরা চোখের জলে বিদায় জানালেন দেবীদুর্গাকে।