1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

অনেক আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা- আসিফ মাহমুদ

  • সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩

ডেস্ক রিপোর্ট-

স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার আগ থেকেই নুরজাহান বেগম সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নবনির্মিত ৩টি নগর মাতৃসদন কেন্দ্র ও ৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আমি যতদূর জানি নুরজাহান আপা ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসা আজ সিঙ্গাপুরে হচ্ছে বিষয়টা এমন নয়। অনেক দিন আগে থেকেই তিনি সিঙ্গাপুরের চিকিৎসা নিয়ে আসছেন, কন্টিনিউশনটা (ধারাবাহিকতা) তো আপনার…। আপনি যদি ক্যানসার আক্রান্ত হন উপদেষ্টা হওয়ার পর আবার চিকিৎসার জায়গাটা বা হাসপাতালটা পরিবর্তন করে আরেক জায়গায় করতে পারবেন না। এটা মানবিক বিষয়, এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত।’

তিনি বলেন,‘চিকিৎসার কন্টিনিউশন…এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিলে অনেক ইমপ্লিকেশন্স আছে, আপনারা এটা অবহিত আছেন।’

উপদেষ্টা আরও বলেন, ‘আমি মনে করি এটি আমাদের সবার দায়িত্ব— যারা নীতিনির্ধারণের দায়িত্বে আছেন এবং ভবিষ্যতে আসবেন। দেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে করে এসব দুরারোগ্য রোগের চিকিৎসা যাতে আমরা দেশেই পেতে পারি।’

অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে অনেকগুলো উদ্যোগ নিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘চিকিৎসার ক্ষেত্রে আমরা একটি দেশের ওপর নির্ভরশীল ছিলাম। সেই জায়গা থেকে আপনারা জানেন, ইতোমধ্যে চীনের সহযোগিতায় কয়েকটি হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি এসেছে। এই কাজগুলো হয়ে গেলে আমরা স্বাস্থ্য খাতে আত্মনির্ভরশীল হব।’

উল্লেখ্য, গতকাল সোমবার দিবাগত মধ্যরাতের ফ্লাইটে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে দেশে ফিরবেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪