ডেস্ক রিপোর্ট –
দেশব্যাপী চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সম্মান পরীক্ষার আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিতব্য পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে জানানো হবে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন।
এদিকে, গতকাল মঙ্গলবার মাইলস্টোনের উত্তরা ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের এইসএচসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। শিক্ষার্থীদের দাবি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে মাঝরাতে পরীক্ষার স্থগিতের ঘোষণা করা হয়।
পাশাপাশি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সকল ধরনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৫ জন।