ডেস্ক রিপোর্ট –
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবারের গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দুইটার দিকে ফলাফল প্রকাশ করা হয়
গত ১০ এপ্রিল হতে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৯ লাখ চার হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাশ করেছেন। ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৩ দশমিক ৭৯ শতাংশ বেশি পাশ করেছে।
এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন। এতে এগিয়ে মেয়েরা। ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ও ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।
উল্লেখ্য,গত বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল ৮৩ দশমিক শূন্য চার শতাংশ। সেই হিসবে এবছর পাশের হার কমেছে ১৪ দশমিক পাঁচ নয় শতাংশ। এছাড়া, গতবছরের তুলনায় এবছর জিপিএ- ৫ এর সংখ্যাও কমেছে। ২০২৪ সালের চেয়ে এবছর ৪৩ হাজার ৯৭জন পরীক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে।