1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসকেরা সম্মতি দিলে খালেদা জিয়াকে আগামী রবিবার  লন্ডনে নেয়া হবে- বিএনপির মহাসচিব সংবাদ প্রকাশের জেরে এভারকেয়ারের সামনে সাংবাদিককে হেনস্তা ডেসকোর কল সেন্টারের নতুন যাত্রা শুরু আইরিশদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয় বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

এনসিপি নেতা’কে লক্ষ্য করে ককটেল হামলা

  • সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৮০

ডেস্ক রিপোর্ট –

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছে। তারা হলেন– এনসিপির ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব ও এনসিপির শ্রমিক উইংয়ের নেতা শফিকুল ইসলাম। তারা কান ও চোখে আঘাত পেয়েছেন।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ রানা গণমাধ্যমকে বলেন, ‘রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ার থেকে আখতার হোসেন বের হয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ককটেল ছুড়ে দুর্বৃত্তরা।

তিনি বলেন, ‘সাদা রঙের একটি প্রাইভেটকারে থেকে ককটেল ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ আসছে। এর আগে রোববার রাতেও এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার সু্ষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।

যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ রানা বলেন, ‘আখতার হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।’ এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাত সাড়ে ১০ টার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘এনসিপির নিবন্ধন ইস্যুতে দলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। এছাড়া মানুষ এনসিপি অফিসে আসা শুরু করেছেন। সেজন্য সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করতে এই বিস্ফোরণ ঘটানো হতে পারে।’ 

এ ঘটনার পরই পুলিশ এনসিপি কার্যালয়ের সামনে উপস্থিত হয়। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রাইভেটকার থেকে একটি ককটেল ছোড়া হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪