স্টাফ রিপোর্টার –
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনও বাধা নেই। তিনি চাইলে যেকোনো সময় দেশে আসতে পারেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
বৃহস্পতিবার (১২ জুন) গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পুশ ইন প্রসঙ্গ নিয়ে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বলেন, ভারত থেকে জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেয়া হচ্ছে। তাদের সঠিক প্রক্রিয়ায় পাঠানো হচ্ছে না। এ সময় বিষয়টি দেশটির হাইকমিশনারকে জানানো হয়েছে বলেও জানান তিনি।