স্টাফ রিপোর্টার –
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে গ্রেফতারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই তাকে গ্রেফতার করা হয়নি।
আজ সোমবার (৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনার তদন্ত চলছে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেই গ্রেফতারের বিষয়টি আসবে। তিনি যোগ করেন, কেউ যেন হয়রানির শিকার না হয়। যে কারণে যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। মামলার পর যাচাই-বাছাইয়ের এই কার্যক্রম দেশের সব নাগরিকের জন্যই প্রযোজ্য। মন্ত্রণালয়ের তিন সদস্যের কমিটি বিষয়গুলো দেখভাল করছে।
ঈদুল আজহায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে মোটামুটি খুশি উল্লেখ করে তিনি জানান, ছোটখাটো ছিনতাই-চুরি ছাড়া জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এ সময় থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা, খাওয়া দাওয়ার খোঁজ খবর নেন তিনি।
উল্লেখ্য, রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। জানা যায়, থাইল্যান্ডে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি।
এর আগে, গত ৮ মে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। পরে বিষয়টি প্রকাশ্যে এলে দেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় উঠে।তার বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা রয়েছে।