1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনজীবী আলিফ হত্যাকাণ্ডে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ

বাঁশখালীতে এমপি মোস্তাফিজুর রহমানের ব্যবস্থাপনায় আইসোলেশন সেন্টারের উদ্বোধন।

  • সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ২১৫

করোনা’র বৈশ্বিক সংকটে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের উৎকন্টা প্রশমনে করোনা রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে বাঁশখালীর সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি’র ব্যক্তিগত উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে ৩০ শয্যার অত্যাধুনিক আইসোলেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

৩ জুলাই, শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসোলেশন সেন্টারটি উদ্বোধন করেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সাংসদ এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বাঁশখালী জলদী আধুনিক হাসপাতালের তৃতীয় তলায় ৩০ শয্যাবিশিষ্ট এই আইসোলেশন সেন্টারটি স্থাপন করা হয়।

এই হাসপাতালে বিনা খরচে চিকিৎসা পাবেন বাঁশখালীর করোনা আক্রান্ত রোগীরা। বাঁশখালীতে মাননীয় সাংসদের ঐকান্তিক আগ্রহে এই প্রথম আইসোলেশন সেন্টার চালু হল।চট্টগ্রামের নিজ বাসা থেকে সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাঁশখালীর আপামর জনগনের উদ্যেশ্যে বলেন, বাঁশখালীতে করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে এবং আমি এবং আমার পরিবারের সদস্যরাও করোনায় আক্রান্ত হয়ে আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় সুস্থ হয়ে উঠেছি। তাই বাঁশখালীবাসীর কথা চিন্তা করে অতীব প্রয়োজনীয় আইসোলেশন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছি।

বাঁশখালীর মানুষের সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ প্রতিরোধে এই আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছে। এই আইসোলেশন সেন্টারে করোনা আক্রান্ত সাধারণ রোগীদের জন্য সকল ধরণের সুযোগ-সুবিধাসহ চিকিৎসা সেবা প্রদান করা হবে।এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালীবাসীর উদ্যেশ্যে আরো বলেন, করোনা ভাইরাসের যেহেতু সুনির্দিষ্ট কোন চিকিৎসা নেই, সর্বস্তরের জনগনকে এ রোগ থেকে নিজেদেরকে নিরাপদে রাখতে স্বাস্থ্যবিধি সামাজিক দুরুত্ব কঠোরভাবে মেনে চলার মাধ্যমে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করতে হবে।

আইসোলেশন সেন্টারে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুর রহমান মজুমদার, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু.রেজাউল করিম মজুমদার, ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে রশিদ আহমদ, তাজুল ইসলাম, মোঃইয়াছিন, হারুনুর রশিদ, আ.ন.ম শাহাদত আলম, মুজিবুর রহমান চৌধুরী, বদরুদ্দীন চৌধুরী, আসহাব উদ্দীন, গন্ডামারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার শামশুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মকসুদ (মাসুদ), বাঁশখালী আধুনিক হাসপাতালের ডাইরেক্টর মোঃ শোয়াইবুর রহমান, হামিদ উল্লাহ, মাওঃআক্তার হোসেন প্রমুখ:।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪