নিজস্ব প্রতিবেদক
ক্লাসিক্যাল দাবায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, নাম্বার ওয়ান এবং কিংবদন্তি দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছেন ভারতের গ্র্যান্ডমাস্টার গুকেশ ডোমারাজু। নরওয়ে দাবা- ২০২৫ এর ষষ্ঠ রাউন্ডে এই ঐতিহাসিক জয়টি তুলে নেন ১৯ বছর বয়সী গুকেশ। তাতেই প্রশংসা ভাসছেন তিনি।
এই জয়ে নরওয়ে দাবা ২০২৫- এর পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছেন গুকেশ। তার সংগ্রহ ৮.৫ পয়েন্ট। তার চেয়ে এক পয়েন্ট করে বেশি নিয়ে ওপরের স্থান দুটিতে আছেন কার্লসেন ও ফ্যাবিয়ানো কারুয়ানা।
জিতলেও ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে ছিলেন গুকেশ। তাকে চাপে রেখে জয়ের পথেই এগোচ্ছিলেন কার্লসেন। কিন্তু বিধিবাম। শেষদিকে একটি অস্বাভাবিক ভুল করে বসেন ইতিহাসের সেরা দাবাড়ুদের একজন। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ হাসি হাসেন গুকেশ। দ্বিতীয় ভারতীয় হিসেবে কার্লসেনকে হারালেন ২০২৪ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী এই দাবাড়ু। কার্লসেনের বিপক্ষে তার এই জয়কে বছরের অন্যতম সেরা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
শেষদিকে এসে গুকেশের কাছে এভাবে হারাটা মেনে নিতে পারেননি কার্লসেন। তাই ম্যাচ শেষ হতেই টেবিলে আঘাত করেন তিনি। বিপরীতে জয়ের পর অবাক হয়ে দাঁড়িয়ে ছিলেন গুকেশ। যেন বিশ্বাসই হচ্ছিল না তার। এমন একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কার্লসেনকে হারানোর পর চিজ ডটকমকে গুকেশ বলেন, ‘আমি খুব বেশি কিছু করতে পারিনি। স্পষ্টতই আমি হেরে যাচ্ছিলাম। তাই বোর্ডে টিকে থাকার জন্য আমি কেবল এমন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছিলাম যা কার্লসেনের কাজকে কঠিন করে তোলে। ভাগ্যক্রমে সে ভুল করে বসে।’