স্পোর্টস ডেস্ক
রীতিমতো রেকর্ড গড়ে নিজেদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। এমন দাপটের সঙ্গে ইউরোপ সেরার টুর্নামেন্ট জেতায় সাবেক ক্লাব পিএসজিকে শুভকামনা জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় এমবাপ্পে লিখেছেন, ‘অবশেষে সেই দিনটি এসে গেল। এই জয়টা অসাধারণ ছিল। অভিনন্দন পিএসজি।’
ফরাসি তারকার মতো নেইমার অবশ্য লম্বা করে কিছু লিখেননি। পিএসজির শিরোপা উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। ক্যাপশনে লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি।’
এমবাপ্পে ও নেইমার দুজনই পিএসজির হয়ে ছয় মৌসুম খেলেছেন। প্যারিসের ক্লাবটি ছেড়ে গত মৌসুমে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান এমবাপ্পে। অন্যদিকে ২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে নাম লেখান নেইমার। ঠিকানা বদলে গেলেও পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ে কতটা খুশি হয়েছেন সেটা বোঝা গেল তাদের শুভেচ্ছা বার্তায়।
বিদায় নেওয়ার আগে পিএসজির জার্সিতে ১৫টি শিরোপা জিতেছেন এমবাপ্পে। অন্যদিকে নেইমার জিতেছেন ১৩টি শিরোপা। নিজেদের ইতিহাসে ২০২০ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে পিএসজি। সে ফাইনাল খেলেছেন এমবাপ্পে-নেইমাররা।