স্পোর্টস প্রতিবেদক
আসন্ন সিঙ্গাপুর ও ভুটান ম্যাচ সামনে রেখে গতকাল শুক্রবার শুরু হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প। ক্যাম্পের প্রথম দিন রাজধানীর একটি হোটেলে টিম ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেছেন প্রাথমিক দলে ডাক পাওয়া ফুটবলাররা। আজ জাতীয় স্টেডিয়ামে তাদের মাঠের অনুশীলন শুরু হবে।
প্রস্তুতি ক্যাম্পের জন্য ২৬ ফুটবলারকে ডেকেছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। আমার দেশকে আমের খান জানান, প্রাথমিক দলের ২৬ খেলোয়াড় গতকাল রিপোর্ট করেছেন। এখন শুধু দুই প্রবাসী দেওয়ান হামজা চৌধুরী ও শমিত সোমের জন্য অপেক্ষা। ২ জুন ক্যাম্পে যোগ দেবেন ইংল্যান্ড প্রবাসী তারকা ফুটবলার হামজা। আর কানাডা প্রবাসী শমিত যোগ দেবেন ৪ জুন।
এই মধ্যে গত ২৮ মে ইতালি থেকে উড়ে এসেছেন ফাহামিদুল ইসলাম। আজ দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যাবে তাকে। আমের খান আরো জানান, কোচিং স্টাফদের মধ্যে সবাই ক্যাম্পে আছেন। শুধু গোলকিপিং কোচ মিগেল গতকাল রাতেই দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে এসে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। রিপোর্ট করার খেলোয়াড়দের মেডিকেল চেকআপ করা হয়েছে।
ফিটনেস সম্পর্কিত আরো নানা প্রোগ্রামে আজ ফুটবলাররা অংশ নেবেন। এরপর জাতীয় স্টেডিয়ামে মাঠের অনুশীলন শুরু হবে তাদের। কোচ কাবরেরা বলেছেন, ক্যাম্পে ৮ থেকে ১০টি ট্রেনিং সেশন করবেন তারা। অনুশীলনে খেলোয়াড়দের পরখ করার পর ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন এই স্প্যানিশ কোচ।
আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে নিজেদের যাচাই করে নেবেন তারা। ৪ জুন জাতীয় স্টেডিয়ামেই ভুটানের বিপক্ষে খেলবেন স্বাগতিকরা। এ ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় চার বছর সংস্কার শেষে জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরবে।